Anandapur Murder: একসপ্তাহ পর, আনন্দপুরে ৩ বছরের শিশুর রহস্যমৃত্যুর কিনারা, বাবার হাতেই খুন শিশু, দাবি পুলিশের। Bangla News

Continues below advertisement

একসপ্তাহ পর, আনন্দপুরে ৩ বছরের শিশুর রহস্যমৃত্যুর কিনারা। বাবার হাতেই খুন শিশু, দাবি পুলিশের। গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গত রবিবার বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিজয় বড়াল। অভিযোগ, তাঁর ৩ বছরের ছেলে রোহন শৌচাগারে যেতে চাওয়ায় তিনি রেগে যান। শৌচাগারে নিয়ে গিয়ে শিশুকে ধাক্কা মারায় দেওয়ালে আঘাত পেয়ে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। বাচ্চাকে ওই অবস্থায় রেখেই ফ্ল্যাটের দরজা বন্ধ করে বেরিয়ে যান বিজয়। এরপর স্ত্রীকে ফোনে জানান, শৌচাগারে জলের বালতিতে পড়ে ছেলের মৃত্যু হয়েছে। শিশুর মাকে নিয়ে পালিয়েও যান। পরে শিশুর দিদিমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মা-বাবার খোঁজ মেলে। ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে ছেলেকে খুনের কথা কবুল করে অভিযুক্ত।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram