Rahul Gandhi: 'বিচারধারার লড়াই জারি থাকবে, তেলঙ্গানার মানুষকে অনেক ধন্যবাদ', 'X' হ্যান্ডেলে পোস্ট রাহুলের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: কর্ণাটক-জয়ের পর যে উৎসাহ দেখা গিয়েছিল কংগ্রেস শিবিরে, মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ় ও রাজস্থানে 'ব্যর্থতা' তাতে ধাক্কা খেল, একথা বলাবাহুল্য। কারণ, লোকসভা ভোটের মুখে এরকম তিনটি রাজ্যে ক্ষমতায় না আসা কংগ্রেসকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দেবে। অন্তত রাজনৈতিক ওয়াকিবহাল মহল তেমনই মনে করছে। এই পরিস্থিতিতে ভোটের ফল বিনম্রভাবে মেনে নিয়ে বিচারধারার লড়াই জারি রাখার কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
Continues below advertisement
Tags :
Rahul Gandhi /West Bengal Election Result 2023 CONGRESS Assembly Elections 2023 Results Assembly Election Result Live Assembly Elections Final Results 2023