Panchayat Election: কেষ্টবিহীন বীরভূমে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই জমা পড়ল শাসকদলের প্রথম মনোনয়ন
Panchayat Election: ফলের আগেই বজবজে শাসক কর্মীদের উল্লাস, তালিকা প্রকাশের আগেই বীরভূমে মনোনয়ন জমা শাসক প্রার্থীর!। কেষ্টবিহীন বীরভূমে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই জমা পড়ল শাসকদলের প্রথম মনোনয়ন। সিউড়ি ২ নম্বর ব্লকে জেলা পরিষদের ২৯ নম্বর আসনে মনোনয়ন জমা দিলেন ব্লক সভাপতি নুরুল ইসলাম। প্রার্থী তালিকা ঘোষণার আগে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ব্লক সভাপতি? শাসক-নেতার দাবি, দলের নির্দেশেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। কারও অনুমোদনেই নিশ্চয় মনোনয়ন জমা দিয়েছে, অস্বস্তি ঢাকতে সাফাই সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর