Panchayat Election: ৪৭ জনের পঞ্চায়েত নির্বাচনী কমিটি ঘোষণা ভরতপুরের তৃণমূল বিধায়কের | ABP Ananda Live
Continues below advertisement
Panchayat Election: এবার সংঘাত-সুর চড়ল সপ্তমে! জেলা ও ব্লক নেতৃত্বকে তোয়াক্কা না করে ৪৭ জনের পঞ্চায়েত নির্বাচনী কমিটি ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, সম্প্রতি জেলা সভানেত্রী তাঁকে ব্লক সভাপতির সঙ্গে ২৫-৭৫ শতাংশ অনুপাতে আসন রফা করতে প্রস্তাব দেন। এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের জেলা সভানেত্রীর।
Continues below advertisement
Tags :
Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Poll 2023