Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। Bangla News
নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) ওপর হামলার ঘটনায় রাজ্যের (West Bengal) রিপোর্ট তলব। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (High Court)। আগামী শুক্রবার দুপুর ১২ টায় ফের শুনানি। এফআইআর করতে গেলেও নেওয়া হয়নি, আদালতে সওয়াল বিজেপির (BJP) আইনজীবীর। 'হামলাকারীদের গ্রেফতার না করে ৪০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে'। কেন্দ্রীয় মন্ত্রীর (Central Minister) ওপর হামলা হয়েছে, গুরুতর অভিযোগ, সওয়াল কেন্দ্রের আইনজীবীর। 'কেন্দ্রীয় মন্ত্রীর গতিবিধি সম্পর্কে রাজ্য পুলিশ অবগত থাকে,এই হামলায় রাজ্যের মদত আছে', আদালত চাইলে আমরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে প্রস্তুত, আদালতে জানালেন কেন্দ্রের আইনজীবী। সিবিআই (CBI)-কে প্রাথমিক অনুসন্ধান করতে দেওয়া হোক, আদালতে সওয়াল তদন্তকারী সংস্থার আইনজীবীর। সাহেবগঞ্জ থানায় CISF এর অভিযোগ নেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটের জন্য পরিকল্পিত মামলা, সওয়াল রাজ্যের। এই ঘটনায় রাজ্যের কোন মদত নেই, দাবি রাজ্যের আইনজীবীর।