Governor: 'আইন আইনের পথে চলবে, রাজভবনও তার কর্তব্য পালন করবে', জয়নগর নিয়ে বার্তা রাজ্যপালের | ABP Ananda LIVE

Continues below advertisement

'আইন আইনের পথে চলবে, রাজভবনও তার কর্তব্য পালন করবে', জয়নগর হিংসা নিয়ে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। 'হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র আইনি ব্যবস্থা নয়, সামাজিক পদক্ষেপ করতে হবে। হিংসা বাংলার রাজনীতিকে প্রভাবিত করছে। এই হিংসার সংস্কৃতিকে বন্ধ করতেই হবে', রাজভবন থেকে প্রতিক্রিয়া রাজ্যপালের। 'আগুন লাগানো, হুমকি দেওয়া এগুলো সব অপরাধের অংশ', অপরাধের পরিবেশ এই রাজ্যের কিছু জায়গায় আছে, মন্তব্য রাজ্যপালের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram