WB ThanksGiving Rally: জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং-এ পদযাত্রা। Bangla News
Continues below advertisement
আশঙ্কা ছিল প্রবল বৃষ্টির। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা শুরুর আগে তুমুল বৃষ্টিতে ভাসে শহর। মিছিল শুরু হতেই মেঘ-বৃষ্টি উধাও। ঠিক দুপুর দুটোয় মিছিল শুরুর আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিধারীদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছল রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠলেন সবাই।
Continues below advertisement
Tags :
Durga Puja Kolkata Durga Puja West Bengal Government Cultural Heritage TMC Durga Puja 2022 UNESCO Durga Puja Rally Kolkata News West Bengal News UNESCO Cultural Heritage Tag Kolkata Grand Rally Today Celebrate UNESCO Tag UNESCO Heritage Tag Mamata Benerjee Thanks To UNESCO Mamata Benerjee Tweet Govt Of Bengal Organise Rally WB Thank Giving Rally Live Cm Mamata Benerjee WB Thanks Giving Rally Live Update Durga Puja Latest News.