Supreme Court: মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরানো হল সুপ্রিম কোর্টে
মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরানো হল সুপ্রিম কোর্টে। নির্দেশ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৫ বিচারপতির বিশেষ বেঞ্চের। 'এমবিবিএস-এ সংরক্ষিত আসনে ভর্তি হওয়া ৫২টির মধ্যে ১৪টিই ভুয়ো শংসাপত্র'। সুপ্রিম কোর্টে অভিযোগ সংরক্ষিত আসনের পড়ুয়াদের। 'অভিযোগের ভিত্তিতে ১০টি এফআইআর করা হয়েছে, ১৪টি শংসাপত্র বাতিল করা হয়েছে'। সর্বোচ্চ আদালতে জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। আর কী পদক্ষেপ করা হয়েছে, স্টেটাস রিপোর্ট তলব সর্বোচ্চ আদালতের। 'সংরক্ষিত আসনের আরও কিছু পড়ুয়া সিবিআই চেয়ে মামলা করতে চায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও এই ধরনের মামলা গ্রহণ করছেন'। ভবিষ্যতে তিনি আবার করতে পারেন, মন্তব্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। 'রোজ বিচারপতি গঙ্গোপাধ্যায় এখনও এই ধরনের মন্তব্য করছেন'। সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির। 'কার বিচার্য বিষয় কী হবে সেটা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি'। তিনি হাইকোর্টের প্রশাসনিক প্রধান, নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন, জানাল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ২ বিচারপতির সংঘাত মামলার শুনানিও ৩ সপ্তাহ পর। সব পক্ষকে ৩ সপ্তাহের মধ্যে বক্তব্য পেশের নির্দেশ সর্বোচ্চ আদালতের।