Nadia News: তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য়র নাম রয়েছে পৃথক ২ ভোটার তালিকায় ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিধানসভা ভোটের আগে, ভূতুড়ে ভোটার নিয়ে যখন সরব হচ্ছে তৃণমূল, তখনই দেখা গেল, তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য়র নাম রয়েছে পৃথক ২ ভোটার তালিকায়! এপিক নম্বরও আলাদা! নদিয়ার রানাঘাটের এই ঘটনা নিয়ে পাল্টা ময়দানে নেমেছে বিজেপি। এ ব্য়াপারে দ্রুত ব্য়বস্থা নেওয়া হবে, বক্তব্য় জেলা তৃণমূল নেতৃত্বের। 

আরও খবর...

নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট । হাইকোর্টের রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । 'বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola