Tet Agitaion: এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। Bangla News

Continues below advertisement

সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের চার দিনে পা। অনশনের ৫৪ ঘণ্টা, ধর্নার ৭৫ ঘণ্টা পার। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা।গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে আটকায় পুলিশ। করুণাময়ী যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ ২০১৭-র টেট উত্তীর্ণদের। ’১৪ অনেক হল, এবার ’১৭-র খাতা খোলো, স্লোগান ২০১৭-র টেট উত্তীর্ণদের। ‘বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে, অভিযোগ ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের। তাঁদের সমস্যা পুরনো, আগে সেটা সমাধান হোক দাবি ২০১৪-র চাকরিপ্রার্থীদের।তাঁরা প্রশিক্ষণের পর টেট উত্তীর্ণ, ২০১৪-র ক্ষেত্রে তো ছাড় ছিল, দাবি ‍২০১৭-র টেট উত্তীর্ণদের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram