Panchayat Election : তৃণমূলকে সরিয়ে দক্ষিণ ২৪ পরগনার আরও ২টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিরোধী জোট

Continues below advertisement

তৃণমূলকে সরিয়ে দক্ষিণ ২৪ পরগনার আরও ২টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিরোধী জোট। একটি কুলপি ব্লকের বাবুরমহল, আরেকটি মথুরাপুর ১ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর
দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে ছিল গ্রাম পঞ্চায়েত দুটি। কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১১। এরমধ্য়ে তৃণমূল পায় ৫, বিজেপি ২ ও আইএসএফ পায় ২ টি আসন
১ টি করে আসন পায় সিপিএম ও নির্দল। তৃণমূলকে হারাতে এখানে হাত মেলায় বিরোধীরা। প্রধান নির্বাচিত হন বিজেপি থেকে, আর উপপ্রধান আইএসএফ-এর
মথুরাপুর ১ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৯ এরমধ্য়ে তৃণমূল পায় ৮টি, বিজেপি ৫টি, সিপিএম ৩টি, কংগ্রেস ১টি ও নির্দল পায় ২টি আসন। এখানেও তৃণমূলকে হঠাতে জোটবদ্ধ হয় বিরোধীরা। প্রধান নির্বাচিত হন কংগ্রেস থেকে এবং উপপ্রধান বিজেপি থেকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram