High Court: 'মামলাকারী একজন ছাত্র, অধ্যক্ষের অপসারণ চেয়ে মামলা করার স্পর্ধা হয় কী করে?': হাইকোর্ট
ABP Ananda Live: হাইকোর্টের ৩ ডিভিশন বেঞ্চ ঘুরে অবশেষে চতুর্থ বেঞ্চে মামলা গ্রহণ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অপসারিত অধ্যক্ষের মামলা গ্রহণ । 'মামলাকারী একজন ছাত্র, অধ্যক্ষের অপসারণ চেয়ে মামলা করার স্পর্ধা হয় কী করে?' 'উচ্চমাধ্যমিকে কত পেয়েছেন মামলাকারী ছাত্র? প্রবেশিকা পরীক্ষায় কত নম্বর?' যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের মামলায় প্রশ্ন ক্ষুব্ধ তপব্রত চক্রবর্তীর বেঞ্চের । 'কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তার উত্তর দেওয়ার অধিকার কি তার নেই?''সিঙ্গল বেঞ্চ বলছে যোগ্যতা প্রমাণ হলে চাকরি ফেরত, তাহলে খতিয়ে না দেখে কীভাবে অপসারণ?' সিঙ্গল বেঞ্চের অধ্যক্ষকে অপসারণ মামলায় নির্দেশ নিয়ে প্রশ্ন ডিভিশন বেঞ্চের । যোগ্য শিক্ষকের মাধ্যমে শিক্ষা গ্রহণ মৌলিক অধিকার, সওয়াল মামলাকারীর আইনজীবীর । 'কারা এখন কলেজ চালাচ্ছে, ছাত্র না স্পেশাল অফিসার? ন্যায় বিচার করতে হবে'। 'বলতে বাধ্য হচ্ছি শিক্ষা ব্যবস্থা নড়বড়ে হয়ে গেছে'। 'আমার সৌভাগ্য যে পড়াশোনা আগেই শেষ হয়ে গিয়েছিল'। অধ্যক্ষের অপসারণ নির্দেশে স্থগিতাদেশ চেয়ে মন্তব্য আইনজীবী জয়ন্ত মিত্রের