Sandeshkhali: 'আপনারা চলে গেলে, আমাদের কী হবে?', পুলিশের কাছে প্রশ্ন কুলতলি-সন্দেশখালির ভোটারদের একাংশের

Continues below advertisement

ABP Ananda LIVE: আপনারা চলে গেলে, আমাদের কী হবে? ভোটসন্ত্রাসে আতঙ্কিত হয়ে, পুলিশের কাছে এই প্রশ্নই ছুড়ে দিলেন, কুলতলি ও সন্দেশখালির ভোটারদের একাংশ

ABP Ananda LIVE: সপ্তম দফার ভোটেও (Seventh Phase) অশান্তির ছবি। দিকে দিকে উঠেছে বিরোধীদের (Opposition) ওপর হামলার অভিযোগ। প্রশ্ন উঠছে, কোথায় গেল নির্বাচন কমিশনের (Election Commission) শান্তিপূর্ণ করানোর প্রতিশ্রুতি? আজ ফের কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেলেন বিজেপি প্রার্থীরা (BJP Candidate)। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অধীর চৌধুরী আবার বিজেপি-তৃণমূল আঁতাঁতের অভিযোগ তুলেছেন।

 শনিবার লোকসভা সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণের পরেই বিভিন্ন সংস্থার তরফে এক্সিট পোল (Exit Poll) প্রকাশ করা হয়েছে। তা প্রকাশ পাওয়ার পরেই দেখা যায় যে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের ক্ষমতা আসীন হতে চলেছে বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার। যা দেখার পরেই বিরোধীদের ইন্ডিয়া জোট (INDIA Alliance) নিয়ে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram