High Court: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের | ABP Ananda LIVE
Continues below advertisement
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের । রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি । রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে, জানাল হাইকোর্ট
গত ২০ শে সেপ্টেম্বরের রায়ই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত । শান্তিপূর্ন মিছিলের দ্বায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই, জানাল আদালত । 'থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল' । 'নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্রসদন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে মিছিল' । 'আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় হবে মিছিল' । রাজ্য সরকার যে স্কুলগুলি কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয় । কোনও বিক্ষাভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, প্রশ্ন আদালতের
Continues below advertisement