Hemtabad: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা, পড়ুয়াদের ঠাঁই হয়েছে এক চিলতে বারান্দায় | ABP Ananda LIVE
Continues below advertisement
ভাড়া বাড়িতে চলা অঙ্গনওয়াড়ি (Anganwari) কেন্দ্রের ঘরে তালা। পড়ুয়াদের ঠাঁই হয়েছে এক চিলতে বারান্দায়। রান্না হচ্ছে ভগ্নপ্রায় ঝুপড়িতে। জয়েন্ট বিডিও-র (Joint B.D.O) আচমকা পরিদর্শনে হেমতাবাদে (Hemtabad) অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুরবস্থা ফাঁস। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Continues below advertisement