Flood Situation: পূর্ণিমার কটালের জন্য সমুদ্রে জলোচ্ছ্বাস। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ড্রাইভে রাস্তার ওপর দিয়ে জল বইছে। Bangla News

Continues below advertisement

পূর্ণিমার কটালের জন্য সমুদ্রে জলোচ্ছ্বাস। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ডাইভে রাস্তার ওপর দিয়ে জল বইছে। জল ঢুকতে শুরু করেছে গ্রামেও। কটালে জল আর কতটা বাড়বে, সেই ভেবে আতঙ্কিত এলাকাবাসী। মত্‍স্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, একটি পয়েন্ট দিয়ে জল ঢুকছে গ্রামে। সেচ দফতরকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। তেমন পরিস্থিতি হলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মত্‍স্যমন্ত্রী।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram