Monoranjan Bepari: দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুরের অভিযোগ। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে তৃণমূল বিধায়ক (TMC MLA) মনোরঞ্জন ব্যাপারীর (Monoranjan Bepari) অফিসে ভাঙচুর। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা, তাঁর স্বামীকে মারধরের অভিযোগ অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক ও হুগলি (Hooghly) জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের (Runa Khatun) বিরুদ্ধে ফের ফেসবুক পোস্টে দলীয় নেত্রীকে তোপ দেগেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়ক লিখেছেন, ভাঙচুরের পর এবার আমার পাল্টা দেওয়ার সময়। বলাগড়ে ফিরছি। এবার খেলা জমে যাবে। গতকাল জিরাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা, বিধায়ক ঘনিষ্ঠ চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর হয়। তৃণমূল সদস্যার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল সদস্যার দাবি, রুনা খাতুনের লোকজনই হামলা চালিয়েছে। বলাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় ফের দলের হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বলাগড়ের বিধায়ক। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram