G20: দিল্লিতে শুরু হল জি টোয়েন্টির দু'দিনের মহাযজ্ঞ, এই প্রথমবার ভারত আন্তর্জাতিক ইভেন্টের আয়োজক | ABP Ananda LIVE
দিল্লিতে শুরু হল জি টোয়েন্টির দু'দিনের মহাযজ্ঞ। ভেদাভেদ নয়, উদ্বোধনী ভাষণে একসঙ্গে চলার বার্তা মোদির। শুরু জি ২০ সম্মেলন । দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শুরু হল জি ২০ সম্মেলন । প্রথমবার ভারত এই আন্তর্জাতিক ইভেন্টের আয়োজক । প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হল 'ওয়ান আর্থ'