Anupam Hazra: এবার বিশ্বভারতীতে তৃণমূলের ধর্না মঞ্চের কাছে পৌঁছে গেলেন অনুপম হাজরা

Continues below advertisement

এবার বিশ্বভারতীতে তৃণমূলের ধর্না মঞ্চের কাছে পৌঁছে গেলেন অনুপম হাজরা। বিশ্বভারতীর উপাচার্য অপসারণের পক্ষে মতও দিলেন অনুপম হাজরা। ফলকে রবীন্দ্রনাথের নাম না থাকা নিয়ে গত ১২ দিন ধরে লাগাতার আন্দোলনে তৃণমূল কংগ্রেস। এক বছর আগে থেকেই উপাচার্যকে সরানোর পক্ষে মত দিয়েছিলেন তিনি, মন্তব্য অনুপম হাজরার। 

'পশ্চিমবঙ্গে আগে যারা বিজেপি করত, পরাজয় নিশ্চিত জেনে, জামানত বাজেয়াপ্ত হবে এটা ধরে নিয়েও, নিজের সর্বস্ব দিয়ে, জীবন যৌবন শেষ করে দিয়ে দলের মতাদর্শকে বাঁচিয়ে রাখতে দেওয়ালে বিজেপির প্রতীক আঁকত, তারা পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকত, পরে বিজেপিতে অনেক মানুষ সামিল হয়েছে, অনেকে দলে সমপৃক্ত হয়ে আছেন, অনেক দলের সংসকৃতিটা এখনও বুঝে উঠতে পারেননি, তাদের পেটে খিদে রয়ে গেছে, তাই কেউ কেউ নির্বাচনের সময় অনুব্রত মণ্ডলের বাড়িতে মাছের ঝোল ভাত খেয়ে হজম হয় কিনা সেই পরীক্ষা চালিয়েছেন। '

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram