Purulia: এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি ও ব্যাঙ্ক লাগোয়া ATM-এ ঢুকে লুঠের চেষ্টা |ABP Ananda Live

Continues below advertisement

পুরুলিয়ায় গয়নার দোকানে ডাকাতির কিনারার আগেই ফের ডাকাতির চেষ্টা । এবার হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি ও ব্যাঙ্ক লাগোয়া এটিএম লুঠের চেষ্টা । এটিএম লুঠের চেষ্টা ব্যর্থ ব্যাঙ্কের শাটার ভেঙে, গ্রিল কেটে ভিতরে ঢুকল দুষ্কৃতীদল! ব্যাঙ্কের বিপদঘণ্টি বেজে ওঠায় পালিয়ে যায় ডাকাতরা, দাবি স্থানীয়দের । পুরুলিয়ায় সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ৪ দিন পরেও অধরা দুষ্কৃতীরা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram