Kolkata Accident: রাতে কলকাতায় তিন দুর্ঘটনা, পার্ক সার্কাস, মা উড়ালপুল, সিঁথির মোড়ে পরপর দুর্ঘটনা। Bangla News
রাতে কলকাতায় তিন দুর্ঘটনা। পার্ক সার্কাস, মা উড়ালপুল, সিঁথির মোড়ে পরপর দুর্ঘটনা। পার্ক সার্কাসে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। রাস্তার পাশের স্তম্ভে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গতির গাড়ি। উদ্ধারের পর চালক ও আরোহীরা হেঁটে এলাকা ছেড়ে চলে যান । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ
রাতে মা উড়ালপুলেও দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের মধ্যে বাতি স্তম্ভে ধাক্কা গাড়ির। গাড়ির ধাক্কায় বাতিস্তম্ভ উপড়ে পড়ে অন্য লেনে। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চম্পট গাড়ি চালকের । ভোররাতে দুর্ঘটনা সিঁথিতেও। বিটি রোডে একটি লরিকে পিছন থেকে ধাক্কা অন্য একটি লরির
Tags :
Kolkata Accident Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News