ISF Workers Arrested: ভাঙড়কাণ্ডে গ্রেফতার আরও ২ আইএসএফ কর্মী

Continues below advertisement

ভাঙড়ের (Bhangar) হাতিশালায় তৃণমূল আইএসএফ (ISF) সংঘর্ষের ঘটনায় আরও ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে, গতকাল রাতে, কাশীপুর থেকে শেখ ফিরোজ নামে ১ আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ (Police)। আজ ভোরে লেদার কমপ্লেক্স থানা থেকে আরেক আইএসএফ কর্মী গ্রেফতার হয়। এই নিয়ে, ভাঙড়কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মোট ৪৬ জন ISF কর্মী-সমর্থককে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram