Ananda Live: হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন প্রতিনিধি

Continues below advertisement

বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha)এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজখবর নিতে, হাইকোর্টে (Calcutta High Court) বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council Of India) তিন প্রতিনিধি। । অন্যদিকে রুল জারির বিরুদ্ধে আজ কালাদিবস পালনের ডাক দিয়েছে রাজ্যের বার কাউন্সিল। যদিও সেখানেও ধরা পড়েছে বিভাজন। কালাদিবসের পাল্টা বিক্ষোভ দেখাবে অল ইন্ডিয়া ল'ইয়ার্স ইউনিয়ন।

দত্তপুকুরে দিদির দূত (Didir Doot) মন্ত্রীর সামনে বিজেপি (BJP) নেতাকে চড়। এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী (TMC)। জামিনযোগ্য ধারায় মামলা পুলিশের। পথে নামার হুমকি বিজেপির। আক্রান্তের বিরুদ্ধেই অভিযোগ দায়ের!

নিয়োগ দুর্নীতি মামলায় এবার SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, চন্দন মণ্ডল ওরফে বাগদার রঞ্জন ও মিডলম্যান প্রসন্ন রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি চাইল ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, সুবীরেশ, বাগদার রঞ্জন ও প্রসন্নর নামে ও ওই তিনজনের পরিবারের সদস্যদের নামে কোথায়, কী সম্পত্তি রয়েছে। সেই সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। সম্পত্তি সংক্রান্ত নথি জমি রেজিস্ট্রি অফিস ও ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কাছে এবং অ্যাকাউন্ট সংক্রান্ত নথি ব্যাঙ্কের কাছ থেকে চেয়েছে ED। এর আগে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, বাগদার রঞ্জনের খোঁজ মিলছে না। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় CBI হেফাজতে থাকা সুবীরেশ ও প্রসন্নকেও নিজেদের হেফাজতে নিতে চায় ED।

সুপ্রিম কোর্টে (Supreme Court) আজ বকেয়া DA (DA) মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। গতবছরের ২০ মে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও, তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এর মধ্যে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। আজ বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে বকেয়া DA মামলার শুনানি হওয়ার কথা। সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram