Tiger Fear: অবশেষে জালে বাঘিনী, স্বস্তির নিঃশ্বাস বন দফতরের

Continues below advertisement

Bankura News: লুকোচুরি শেষ। অবশেষে বন্দি বাঘিনী। বাঁকুড়ার গোসাই ডিঁহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনত। রাতেই আনা হল আলিপুর জু হাসপাতালে। গত কয়েকদিনে ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া হয়ে বাঁকুড়ার জঙ্গলে প্রবেশ করেছিল বাঘিনী। 

 

আরও  খবর, আরও এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। যাত্রী সমেত বিমানবন্দরেই ভেঙে পড়ল। দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন ১৭৫ জন যাত্রী। ছয় বিমান কর্মীও ছিলেন। তাইল্যান্ড থেকে ফিরছিল বিমানটি। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে আচমকা বিপথগামী হয়ে পড়ে। তীব্র গতিতে দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে চারিদিক। দুর্ঘটনায় দুই যাত্রী ছাড়া সকলেই মারা গিয়েছেন বলে জানাল বিমানবন্দরের দমকল বিভাগ। পর পর এমন বিমান দুর্ঘটনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার সময়কার যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে দুরন্ত গতিতে রানওয়েতে নেমে আসছে বিমানটি। কিন্তু মাটি ছোঁয়ার মুহূর্তে আচমকাই বিপথগামী হয়ে যায় বিমানটি। রানওয়ে থেকে সরে যায় ক্রমশ। তার পর কিছুদূর গিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা খায়। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে বিমানটিকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram