TMC: কোচবিহারে অভিষেকের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন
Continues below advertisement
কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ, চারটি বিধানসভা এলাকাতেই অভিষেকের কর্মসূচি রয়েছে। সকাল মাথাভাঙা থেকে বেরিয়ে প্রথমে কোচবিহার দক্ষিণে কদমতলা এলাকায় জনসভা। ঘুঘুমারি হয়ে পরের সভা কোচবিহার উত্তর কেন্দ্রের কাকড়াবাড়ি স্কুলের মাঠে। চকচকা,
ডাওয়াগুড়ি হয়ে দুপুরে তুফানগঞ্জের চিলাখানায় তৃতীয় জনসভা
করবেন অভিষেক। এরপর তুফানগঞ্জে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত
রাজবংশী ভাষাবিদ ধর্মনারায়ণ বর্মার সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সন্ধেয় তুফানগঞ্জে গণভোটে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের কর্মসূচি রয়েছে অভিষেকের (Abhisekh)।
' কোন নেতার হাতে-পায়ে ধরে টিকিট পাওয়া যাবে না'
' প্রার্থী ঠিক করবেন সাধারণ মানুষ' (TMC)
'তৃণমূল আপনাদের সুযোগ করে দিয়েছে নিজেদের প্রার্থী ঠিক করার'
'পঞ্চায়েত স্তরে প্রার্থী ঠিক করবেন জনতাই'
' এমন উদ্যোগ এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি'
'তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের প্রার্থীকে জেতাবে'
'আগামী ৫ বছর আপনাদের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর'
' গোপন ব্যালটে মতামত জানানোর সুযোগ থাকছে'
' ব্যালটে মত জানাতে না পারলে ফোনে মতামত জানাতে পারবেন'
' প্রার্থী সম্পর্কে মতামত সম্পূর্ণ গোপন রাখা হবে'
Continues below advertisement