
Abhishek Banerjee : বাংলার ভোটে বিজেপি-কমিশন আঁতাঁত। অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের
ABP Ananda Live: মহারাষ্ট্র থেকে দিল্লি, ভোটে কারচুপি। বিজেপি-কমিশন আঁতাঁত। বাংলায় বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম। ছাব্বিশে ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্তর্ঘাতের চক্রান্ত। অভিযোগ অভিষেকের।
মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে, আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি
মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম চরমে উঠতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কালও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি পেরোতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। বুধবার হাওয়া বদল বঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুুয়ারে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা।