Deganga Incident: দেগঙ্গায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে | ABP Ananda LIVE
দেগঙ্গায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতা, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন হামলা চালানোর অভিযোগ। দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাঁইপুরে আক্রান্ত তৃণমূলের উপপ্রধান। হুমায়ুন রেজা চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। হাত ও পায়ে গুরুতর আঘাত, ভর্তি হাসপাতালে। হামলার অভিযোগে আটক ২ আইএসএফ সমর্থক।
লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে, দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাকে সম্মান করুন। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।
অন্যদিকে রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীরা মারধর করেননি। অভিনেতা সোহমের নিরাপত্তারক্ষীরাই চড়াও হন। দ্বিতীয় CC ক্যামেরার ফুটেজ প্রকাশ করে তৃণমূল অভিনেতার দাবি খারিজ করে দিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। মারধর করেও দোষ চাপাতে চাইছেন, অভিযোগ মালিকের। পুলিশ জানিয়েছে, তিনটি অভিযোগই মারধরের এবং জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।