Kanthi News: স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানো নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ঘিরেও কাঁথিতে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব । স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানো নিয়ে দু’পক্ষের বাগ্‍‍যুদ্ধ । কাঁথিতে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দেন কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস । আমাদের দেখেই শহিদ ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাতে শিখেছে তৃণমূল, কটাক্ষ বিজেপির । বিজেপির কর্মসূচি চলাকালীনই সেখানে হাজির হন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি । কাঁথিতে ক্ষুদিরাম বসুর মূর্তি আমরাই তৈরি করেছি' । 'বিজেপির থেকে জ্ঞান শুনব না', পাল্টা কটাক্ষ তৃণমূলের

আরও খবর....

নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে ৭ FIR । মোট ৭টি FIR রুজু কলকাতা ও হাওড়া পুলিশের । ৭টি FIR-র মধ্যে ৫টি কলকাতা ও ২টি হাওড়া পুলিশের । ৪ টি FIR রুজু হয়েছে নিউ মার্কেট থানায় । ১টি FIR রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায় । কোর্টের নির্দেশ অমান্য করে পার্ক স্ট্রিটের দিকে মিছিল' । পুলিশ কনস্টেবলের মাথায় গুরুতর আঘাত'
'হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর'-সহ একাধিক অভিযোগে ৫টি FIR । নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের জোড়া FIR । একটি হাওড়া, অপরটি জগাছা থানায়
বেআইনি জমায়েত, পুলিশের নির্দেশ না মানা, সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক ধারায় FIR

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola