
WB News: ফের উত্তপ্ত বিধানসভা,বিধানসভায় ফের 'ধর্ম' সংঘাতে তৃণমূল-বিজেপি | ABP Ananda Live
ABP Ananda Live: বিধানসভায় ফের 'ধর্ম' সংঘাতে তৃণমূল-বিজেপি। দোলের দিন রাজ্যের কয়েকটি জায়গায় অশান্তি এবং তমলুকে গন্ডগোল ও সাঁইথিয়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার অভিযোগে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দেন। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনার পাশাপাশি সরকারপক্ষের বিবৃতি দাবি করেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অধ্যক্ষ সেই দাবি খারিজ করলে, বিজেপি বিধায়করা প্রতিবাদ জানান। ওয়াকআউট করে বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান। পাল্টা অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষরা বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগে পাল্টা সরব হয়েছেন।
অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন'মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।
মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি।