Bankura: বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁকুড়ার সোনামুখীতে
বিজেপি বিধায়ককে (BJP MLA) গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে (TMC-BJP Clash) উত্তপ্ত বাঁকুড়ার সোনামুখী। গতকাল স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে কাষ্ঠডাঙা গ্রামে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিজেপির অভিযোগ, বিধায়কের সামনেই তাঁদের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীরা। বিধায়ককে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান (Go Back Slogan)। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় বিধায়ক এলাকা ছাড়তেই শুরু হয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হন দু’পক্ষের ৯ জন।
এদিকে বেলঘরিয়ার (Belgharia) পর ফের টিটাগড়ে (Titagarh) তৃণমূলের (Trinamool Congress) ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে টিটাগড়ের পুরানি বাজার (Purani Bazar) এলাকায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বোমা ফেটে জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায়। তৃণমূলের দাবি, এলাকা দখলের লড়াইয়ে মদত রয়েছে বিজেপির। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। টিটাগড় থানায় শাসকদলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।