Assembly by election: মানিকতলা বিধানসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে

Continues below advertisement

West Bengal News: মানিকতলা বিধানসভার উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে। ৬২ হাজারের বেশি ভোটে জিতলেন তিনি। মানিকতলার উপনির্বাচনে সুপ্তি পাণ্ডের জয়ের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জয়প্রকাশ মজুমদারের গলায়।

মানিকতলায় সুপ্তির 'তৃপ্তি'র জয়...মানিকতলায় ফের কল্যাণের 'অকল্যাণ'! লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, মানিকতলায় বিজেপির থেকে মাত্র সাড়ে ৩ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি, তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্য়ুর পর থেকেই বিধায়কহীন হয়ে ছিল মানিকতলা। 
৬ মাসের মধ্য়ে, উপনির্বাচনের নিয়ম থাকলেও, মানিকতলা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবের করা মামলার জন্য় আটকে ছিল ভোট।

সূত্রের খবর, সাধন পাণ্ডের জায়গায় কাকে প্রার্থী করা হবে, সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে? নাকি মেয়ে শ্রেয়া পাণ্ডেকে? তা নিয়ে তৃণমূলের মধ্যেই একটা টানাপোড়েন ছিল। কিন্তু শেষ পর্যন্ত, নিজের কলেজের বনধু সুপ্তি পাণ্ডের ওপরই ভরসা রাখেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় বিজেপিতে যোগ দিয়ে কলকাতা উত্তরের প্রার্থী হন তাপস রায়।

লোকসভা ভোটের আগে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে আপত্তি করেছিলেন কুণাল ঘোষও। কিন্তু, সেই কুণাল ঘোষের উপরই মানিকতলা উপনির্বাচনের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram