Chandrima Bhattacharya: বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছে তাঁদের প্রাপ্য অধিকার থেকে: চন্দ্রিমা
ABP Ananda LIVE: বার বার রাজ্যের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে বাংলার মানুষরা বঞ্চিত হচ্ছে তাঁদের প্রাপ্য অধিকার থেকে। আবাস যোজনার টাকা দেওয়া হয়না, বিভিন্ন খাতের যে টাকা দেওয়ার কেন্দ্র থেকে পাওনা যে টাকা সেগুলোও দেওয়া হয়না। এর জন্য আমরা বিভিন্ন আন্দোলন করেছি আমদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন পৌঁছেছিল। তারপর কী ব্যবহার করা হয়েছিল আমাদের কর্মীদের সঙ্গে, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhatacharya)।
: গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা। ২ জুন ২০২৩: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু। ২৬ অগাস্ট ২০২৩: মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু। ১১ অক্টোবর ২০২৩: বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ৫, আহত ৩০। ২৯ অক্টোবর ২০২৩: বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে। ১৩ জনের মৃত্যু, আহত ৫০। ১৭ জুন, ২০২৪: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সরপ্রেস, মৃত্যু ১০ জনের। ১৮ জুলাই, ২০২৪: চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, মৃত ৩। ৩০ জুলাই, ২০২৪: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, ২ জনের মৃত্যু।