TMC: শরাফ হাউসে বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ফিরহাদের
রাজভবনের (Rajbhawan) কাছে শরাফ হাউসে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে বাড়ির চারতলার ছাদের একাংশ। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ছাদের ওপর সেন্ট্রাল ব্যাঙ্কের ক্যান্টিন ছাড়াও ১১টি অফিস রয়েছে। এর মধ্যে ৬টি শরাফ গোষ্ঠীর অফিস। সবকটি অফিস ভস্মীভূত। স্থানীয়দের দাবি, ক্যান্টিন থেকেই আগুন ছড়ায়।ইতিমধ্যেই ভেঙে পড়েছে ছাদের একাংশ। ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ছে রাস্তায়। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। আশেপাশের গাছও পুড়তে শুরু করেছে। খবর পেয়ে রাজভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। নিজেই তদারকি করছেন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শরাফ হাউসে বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। শরাফ হাউসে বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ফিরহাদের।