TMC : এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি
পঞ্চায়েত ভোটের আগে এবার খাদ্যমন্ত্রীর মুখে হুল-হুঁশিয়ারি।কেউ যদি ভেবে থাকেন, তৃণমূল কংগ্রেস (TMC) হাতে চুড়ি পরে আছে, ভুল করছে। মূর্খের স্বর্গে আছে। যাঁরা হুল ফোটাতে আসছেন, তাঁদের বলি হুল ফোটাবেন না, তাহলে কিন্তু পাল্টা হুলটা আর সহ্য করতে পারবেন না। গতকাল মধ্যমগ্রামের কলুুপাড়ায় সিপিএমের পাল্টা সভায় এভাবেই বামেদের হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তৃণমূলের লুঠের রাজনীতির প্রতিবাদ করাতেই আমাদের ওপর হামলা, মানুষ ভোটের ফলে জবাব দেবে, প্রতিক্রিয়া সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ খানের।
এর আগে গত শুক্রবার মধ্যমগ্রামের কলুপাড়ায় পথসভার মঞ্চ ভাঙা ও সিপিএম কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বাদু রোড অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। গতকাল তারই পাল্টা সভা করেন খাদ্যমন্ত্রী।