Suvendu Adhikari: এই চোর সরকার, চোর মমতা কৃষকদের কাছ থেকেও টাকা লুঠ করতে চাইছে: শুভেন্দু অধিকারী। ABP Ananda Live

Continues below advertisement

Hooghly News: হুগলির (Hooghly) গোঘাটে (Goghat) কৃষকদের কাছ থেকে জোর করে ধান আদায়ের অভিযোগ। কৃষকদের কাছ থেকে মিল মালিকদের জোর করে ধান আদায়ের অভিযোগ  শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্য সরকারকে কৃষক দরদী বলে কটাক্ষ করে এক্স হ্যান্ডলে পোস্ট। 'কিষাণ মান্ডিতে ধান আনতে বলা হয়েছিল কৃষকদের'। 'কিন্তু মিল মালিকরা তাদের প্রতি কুইন্টালে ৫-১০ কেজি ছাড় দেওযার জন্য জোর করে'। 'ছাড় না দিলে ধান জমা নেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দেয় মিল মালিকরা'। 'সংশ্লিষ্ট সরকারি আধিকারিককে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি' । 'ক্ষুব্ধ কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে গোঘাটের ওসি তাঁদের সঙ্গে দুর্বব্যবহার করেন'। এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। ABP Ananda Live

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram