TMC Inner Clash: মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই 'সংঘাত'! Mamata Banerjee
ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই 'সংঘাত'! ৬ অগাস্ট ঝাড়গ্রামে আসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর আসার আগে খড়গপুরে বৈঠকে তৃণমূল নেতৃত্ব। বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ। 'অভিযোগ করে দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা'। দলেরই একাংশের বিক্ষোভ নিয়ে দাবি খড়গপুর পুরসভার চেয়ারপার্সনের। 'সবাইকে একসঙ্গে পাই না, তাই ক্ষোভ জানানোর ছিল, জানিয়েছি'। ক্ষোভ নিয়ে পাল্টা দাবি যুব তৃণমূলের সাংগঠনিক জেলার সহ সভাপতির।
৯ অগাস্ট নবান্ন অভিযান, তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ, জানাল অভয়ার পরিবার, 'ওঁদের ঘৃণা করি জাস্ট..' !
গতবছর ৯ অগাস্টের সকালে, আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। ঠিক একসপ্তাহ পর এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। ওই দিনেই 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য় শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা-বাবা। তবে, তৃণমূলকে আহ্বান জানাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তাঁরা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ঠিক এক সপ্তাহ পর আগামী শনিবার এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। গতবছর ৯ অগাস্টের সকালেই, আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। কর্তব্যরত চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে আলোড়ন ফেলে দেয় বিশ্ব। ওই দিনেই ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন নিহত চিকিৎসকের মা-বাবা। ৯ অগাস্ট ডাক দিয়েছেন 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর।