Shamik Bhattachariya: 'অমিত শাহর সঙ্গে অসম প্রতিযোগীতায় নেমেছে তৃণমূল', অভিষেককে কটাক্ষ শমীক ভট্টাচার্যর। ABP Ananda Live
Continues below advertisement
অমিত শাহর '৩৫'-এর পাল্টা অভিষেকের '৪০'। লোকসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলায় এসে লোকসভা ভোটে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। গতকাল ভগবানগোলায় ৪০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করলেন অভিষেক। 'তৃণমূলের যদি ৩৫-৩৬ জন সাংসদ থাকতেন, এদের টাকা আটকে রাখার ক্ষমতা হত না'। 'পেট্রোলের দাম আরও ১০টাকা কমত, রান্নার গ্যাসের দাম কমত ৩০০ টাকা'। 'ভোট ভাগাভাগির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে'
'একটি আসন কম পেলে তৃণমূলের কিছু যায় আসে না'। 'একটি আসন তৃণমূল জিতলে আপনার অধিকারের টাকা পাবেন'। 'আগামীদিন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে হবে'। ভগবানগোলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Continues below advertisement