Jay Prakash Majumdar: 'দিদির সঙ্গে কথা বলেছি বললেই তৃণমূলে ফেরা যায় না', মন্তব্য জয়প্রকাশ মজুমদারের

ABP Ananda LIVE: শোভন চট্টোপাধ্য়ায় (sovan chatterjee)এবং বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। যদিও, তাঁরা শেষ অবধি সেখানে ডাক পাননি। সম্প্রতি এবিপি আন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে শোভন চট্টোপাধ্য়ায় বলেছিলেন, "আমার রাজনৈতিক জীবনের সমস্ত সিদ্ধান্ত নির্দেশ, উপদেশ মমতাদি করেন।" যদিও, তৃণমূলের রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার(Jay prakash Majumdar) সাফ জানিয়ে দিয়েছেন, দিদির সঙ্গে কথা বলেছি' বললেই তৃণমূলে ফেরা যায় না।

শক্তিগড়ে ল্যাংচাকাণ্ডে দায়ের করা হল এফআইআর। শক্তিগড় থানায় এফআইআর দায়ের করা হল ফুড সেফটি অফিসারের তরফে। ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালিয়ে ছত্রাক ধরে যাওয়া প্রচুর ল্যাংচা উদ্ধার করা হয়।  যদিও ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করেছে ব্যবসায়ীদের একাংশ। মাটিতে বিরাট গর্ত...তারই মধ্যে ঢালা হচ্ছে বস্তা বস্তা ল্যাংচা! মাটির নীচে ঢালার সময় আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ল্য়াংচা। পা দিয়ে সেগুলোই আবার গর্তের ভিতর ঠেলে দিচ্ছেন পুলিশকর্মী। বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে ল্যাংচা পোঁতার জন্য চলছে বিরাট কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের দু পাশে বড় বড় দোকান।  শো কেসে থরে থরে সাজানো, নানারকমের, নানা সাইজের ল্যাংচা। সম্প্রতি শক্তিগড়ে ল্যাংচার দোকানগুলিতে যৌথ অভিযান চালায়...স্বাস্থ্যদফতর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর। দোকানের ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠে। দেখা যায় দোকানের রান্নাঘরে মেঝেতে ছড়িয়ে রাখা হাজার হাজার ল্যাংচা!

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola