Kalyan Banerjee: 'শুধু আমার দোষ দেখতে পান মমতাদি', কল্যাণের নিশানায় একাধিক TMC সাংসদ

ABP Ananda LIVE :পদত্যাগের আগে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মহুয়া মৈত্র । পডকাস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মন্তব্য় নিয়ে 'আপত্তি'। 'বরাহ হলে সহকর্মী সাংসদকে যেভাবে মহুয়া মৈত্রের আক্রমণ'। 'এটা শুধু অনভিপ্রেত, তাই নয়, এটা ভদ্রতারও বাইরে'। পদত্যাগের আগে মহুয়া মৈত্রকে আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়াকে দেখে নাম না করে দিনটা খারাপ যাবে বলে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । ভার্চুয়াল বৈঠকে ঢোকার ঠিক মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। 'বলেছিলাম, দিনটা খারাপ যাবে, খারাপই গিয়েছে'। দিন খারাপ যাবে বলার পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। ১০ মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। '৭ তারিখ আসবে বলেছে অভিষেক, ৩-৪দিন কাজ চালাতে বলেছে'। 'কেউ আমাকে গালাগাল দেবে, আমাকে তা সহ্য করতে হবে?'মহুয়া মৈত্রকে অসভ্য বলে তীব্র আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'ওর ঘরে নাকি এত টাকা আছে, পার্টিকে কিনে নেবে...'। অভিষেক এলে মহুয়া মৈত্র নিয়েও কথা বলব: কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'কীভাবে লোকসভা চলে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন?''দক্ষিণ কলকাতার সাংসদ কোথায় থাকেন?''মাত্র কয়েকজন সাংসদকে নিয়ে দিনের পর দিন কাজ চালিয়েছি'। 'যাদের সাংসদ করা হয়েছে, তারা সংসদেও আসে না' । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola