TMC:ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প,বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা তৃণমূল কর্মী-সমর্থকদের
Continues below advertisement
পুরুলিয়া, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের মতো জেলা থেকে ৮ থেকে ১০ হাজার তৃণমূল কর্মী-সমর্থকরা এসে হাজির হয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ভাত, ডাল, আলু সোয়াবিনের তরকারি ও ডিম রয়েছে মেনুতে। খাওয়া-দাওয়ার পাশাপাশি বসেছে মেডিক্যাল ক্যাম্পও। যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তৃণমূল কর্মী-সমর্থকদের।
দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।
Continues below advertisement
Tags :
TMC ABPAnanda #ABPAnandaLive Banglanews 21july BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Martyrsday Medicalcamp