Firhad Hakim: কসবায় তৃণমূল কাউন্সিলরকে হামলার ঘটনায়, মেয়রের নিশানায় পুলিশ | ABP Ananda Live
ABP Ananda Live: কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা, মেয়রের নিশানায় পুলিশ। 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের । মুখ্যমন্ত্রীর বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে? মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে। এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতের কালচার বাংলায় চলবে না', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের ।
ফিরহাদ হাকিমের পর এবার সৌগত রায়। তৃণমূল কাউন্সিলরের ওপর মারাত্মক হামলা হওয়ার পর পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন দলের এই বর্ষীয়ান নেতা। কী করে কলকাতা শহরে বিহার থেকে 9MM পিস্তল আসছে? এটা তো ভাবা দরকার। প্রশ্ন তুললেন তৃণমূল নেতা।
খাস কলকাতায় জনবহুল এলাকায় একজন জনপ্রতিনিধিকে হামলার মুখে পড়তে হবে কেন? কীভাবে শহরের বুকে বাড়ছে দুষ্কৃতীদের দাপট?
কীভাবে ভিনরাজ্যের দুষ্কৃতীরা বাংলায় অবাধে যাতায়াত করছে? ভরসন্ধেয় এই ঘটনায় যখন শহরের আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কাপ্রকাশ করছেন সাধারণ মানুষ। আর বিরোধীরা সরাসরি আক্রমণ করছে পুলিশ-প্রশাসনকে । শুধু বিরোধীরাই নয়, এবার পুলিশের কোর্টে বল ঠেলছেন শাসক দলের হেভিওয়েট দের কেউ কেউও। রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সরাসরি গলা চড়িয়ে বলেছেন, পুলিশকে বলব অ্যাক্ট নাউ ! আর ফিরহাদ হাকিমের পর এবার মুখ খুললেন সৌগত রায়। কসবায় সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় দমদমের তৃণমূল সাংসদের নিশানাতেও পুলিশ।