Firhad Hakim: 'গুন্ডাবাজি, বিজেপি শাসিত রাজ্যে করতে পারত', যাদবপুরকাণ্ডে আক্রমণ ফিরহাদ হাকিমের।

ABP Ananda Live: 'গুন্ডাবাজি, বিজেপি শাসিত রাজ্যে করতে পারত, যোগীর রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত'। 'কেন গাড়ি আটকাতে গেল, কেন এই পরিস্থিতি তৈরি হল ?' 'রাস্তায় ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবে আমার সঙ্গে কথা বলুন, এটা কোনও গণতান্ত্রিক উপায় ?' 'গাড়ির সামনে দৌড়তে দৌড়তে পড়ে গেল, মনে হয় গাড়ির কোনও বাম্পার চোখে লেগেছে'। যাদবপুরকাণ্ডে আক্রমণ ফিরহাদ হাকিমের।

 

WBCUPA-SFI সংঘর্ষে গতকাল রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর। ঘটনায় আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন আন্দোলনকারী ছাত্র । রাতে ফের আগুন জ্বলে ক্যাম্পাসে। বিজেপি শাসিত রাজ্য়ের বিশ্ববিদ্যালয় হলে এমন ঘটনা ওরা ঘটাতে পারত ? গতকাল ব্রাত্যর মুখে শোনা গিয়েছিল এই প্রশ্ন। চব্বিশ ঘণ্টা পেরোতেই যাদবপুরকাণ্ডে একই সুর মেয়র ফিরহাদ হাকিমেরও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola