Kunal Ghosh: 'এই নতুন আইনগুলি কার্যত গায়ের জোরে নিয়ে আসতে চলেছে নরেন্দ্র মোদির সরকার',আক্রমণ কুণালের
ABP Ananda LIVE: 'এই নতুন আইনগুলি কার্যত গায়ের জোরে নিয়ে আসতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। নরন্দ্র মোদি(narendra modi), অমিত শাহ(Amit Shah) যে আইনগুলি নতে চলেছেন এবং এ সংক্রান্ত সংসদের থেকে কার্যক্রম, তাতে বিপুল সংখ্যক সাংসদকে খানিকটা গায়ের জোরে বাদ দিয়ে জোর করে এই আইনগুলিকে পাস করানো হয়েছে, সেগুলি দেশের সামাজিক কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক', মন্তব্য কুণালের(kunal Ghosh)।
নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি (Mallikarjun Kharge )। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury )। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ডবল হ্যাটট্রিকের আগেই থেমেছে বিজয়রথ। তৃণমূলের নবাগত ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে ৫ বারের সাংসদকে। বহরমপুরে নিজের পরাজয়ের জন্য এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর চৌধুরী। টানলেন রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ। নাচতে না জানলে উঠোন বাঁকা, কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, 'আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার জায়গাতেই থাকব। আপনাকে প্রমাণ করে দেব আজ না হয় কাল যে, আপনি একজন ভয়ঙ্করী, আপনি একজন দাঙ্গাকারী।'