TMC: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়

Continues below advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher recruitment scam) নিয়ে এবিপি আনন্দর (ABP Ananda) অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়। দফায় দফায় ৬ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)।  কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টে একটা টাকাও ফেরত পাননি। ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা সম্পর্কে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বলাগড়ের বাসিন্দা পিয়ালি চৌধুরী। বাংলায় MA করার পর, ২০১৪-র টেট উত্তীর্ণ বলে নিজেকে দাবি করেছেন তিনি। স্কুলে চাকরি পাইয়ে দিতে ৮ লক্ষ টাকা চেয়েছিলেন কুন্তল ঘোষ। তার মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চাকরি না মেলায়, আড়াই লক্ষ টাকা ফেরত দিলেও, বাউন্স করে ২ লক্ষ টাকার চেক। ধৃত যুব তৃণমূল (TMC) নেতার সম্পর্কে এবিপি আনন্দের কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন এক প্রতারিত চাকরিপ্রার্থীর বাবা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram