Abhishek Banerjee: SIR নিয়ে তরজা চলছেই, চলছে হুমকি-হুঁশিয়ারিও, আজ দলের ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Continues below advertisement

.ABP Ananda LIVE : SIR নিয়ে তরজা চলছেই, চলছে হুমকি-হুঁশিয়ারিও। এই আবহে আজ SIR ইস্যুতে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বৈঠকে থাকবেন তৃণমূলের প্রায় ১০ হাজার নেতা-কর্মী-জনপ্রতিনিধিরা।

SIR নিয়ে করা মামলা মুলতুবি, কী পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ?

 SIR নিয়ে কলকাতা হাইকোর্টে করা মামলা মুলতুবি। মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল. 'একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন', তাই এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি সুজয় পাল। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের ভিত্তিতে নির্ধারিত হবে হাইকোর্টের মামলার ভবিষ্যত, জানালেন বিচারপতি পাল।SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই আবহে সম্প্রতি 'SIR' নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আবেদনে বলা হয়, আদালতের নজরদারিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হোক। কেন SIR প্রয়োজন? তা স্পষ্ট করুক কেন্দ্রীয় সরকার। প্রকাশ করা হোক ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। পাশাপাশি, SIR-এর সময়সীমা বাড়ানোরও আবেদন জানানো হয়। মামলাকারীর আইনজীবী  সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন তাদের ক্ষমতার প্রয়োগ করেছে। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো এমন বাগযুদ্ধ করছে যে মানুষ ভয় পাচ্ছে। আমাদের লক্ষ্য মানুষের মধ্যে কনফিডেন্স আনা...।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola