TMC News: SSC ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশের পর সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস TMC নেতার!

ABP Ananda LIVE : SSC ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশের পর সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে কান ধরে ওঠবস করলেন তমলুক পুুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। সেই ভিডিও পোস্ট করলেন ফেসবুকে। তিনি বলেছেন "তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে, কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে। কিন্তু তারা দেখা যাচ্ছে, নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। শুভেন্দু অধিকারী যে চুরি করেছে, তাদের (তৃণমূল নেতৃত্ব) ডক্যুমেন্টসও আছে।কিন্তু তারা দেখাবেন না এবং শুভেন্দুবাবুর সঙ্গে যোগসাজশ এখনও থাকার জন্য।" আইনজীবী হিসেবে নিজেই তো আদালতে যেতে পারতেন, বিজেপির রাহুল সিন্হা কটাক্ষ করে বলেছেন, "যারা চোর তাদের তো গায়ে লাগছে না, কিন্তু যারা ভদ্র, যারা সাধু, যারা সৎ তাদের তো গায়ে লাগছে। যারা সৎ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তারা এই জাতীয় অপরাধ দেখে হতভম্ব হয়ে যাচ্ছে, তারা জনগণের কাছে ক্ষমা চাইছে। এটা পূর্ব মেদিনীপুরে সূত্রপাত।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola