TMC Leader Attacked: সরকারি কাজের খোঁজ নিতে গিয়ে আক্রান্ত ক্যানিংয়ে তৃণমূল উপপ্রধান, ভর্তি হাসপাতালে

Continues below advertisement

নিজের খাসতালুকেই আক্রান্ত তৃণমূলের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি। সরকারি কাজের খোঁজ খবর নিতে গিয়ে ক্যানিংয়ে লস্করপাড়ায় মার খেলেন তৃণমূল (TMC) নেতা। ইয়াসের পর সুন্দরবন অঞ্চলে মোট পাঁচ কোটি ম্যানগ্রোভ বসানোয় জোর দিয়েছে নবান্ন। সেই কাজেরই তদারকি করতে গিয়ে রবিবার ক্যানিংয়ের ইটখোলা লস্করপাড়ায় যান তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ, এলাকায় যেতেই তাঁর গাড়ি থামায় কয়েকজন দুষ্কৃতী। গাড়ি থেকে নামতেই তৃণমূল নেতাকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের উপপ্রধানের দেহরক্ষী রিভলবার উঁচিয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালায়। মাথায় ও পিঠে আঘাত নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা। উপপ্রধানের ওপর হামলায় কারা যুক্ত? রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? সবদিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। 

রাজ্যে বিজেপির রথ প্রচারে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থান পেত রাজ্য নেতা-নেত্রীদের ছবিও। সূত্রের খবর, সেই সময় বিজেপির (BJP) অন্দরে বিতর্ক মাথাচাড়া দেয়। কোন নেতা ছবি থাকবে আর কার থাকবে না এটা কে ঠিক করবে? সম্ভবত দ্বন্দ্বের আঁচ পেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় বাংলায় বিজেপির কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে রাজ্য সভাপতি ছাড়া অন্য কারও ছবি থাকবে না। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ছবি অবশ্যই থাকবে। সেই মতো বিধানসভা ভোটের সময় রাজ্যজুড়ে প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য সভাপতির ছবির কাটআউট ব্যবহার করা হয়। বিজেপি সূত্রে দাবি, সেই নিয়ম কিছুটা শিথিল করা হচ্ছে। এবার থেকে বাংলায় বিজেপির কর্মসূচিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাশে ঠাঁই পেতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ছবিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram