Jay Prakash Majumdar:বাংলার ক্ষেত্রে CAA,NRC-র কী হাল হয়েছিল বিজেপির মনে রাখা দরকার:জয়প্রকাশ মজুমদার
Continues below advertisement
ABP Ananda LIVE: ২০১৯-র লোকসভা নির্বাচনের (Lok Sabha)পরেই CAA NRC নিয়ে খুব হইচই শুরু হয় এবং পরবর্তীক্ষেত্রে নভেম্বরে ডিসেম্বরে পশ্চিমবঙ্গে (West Bengal)তিনটি উপনির্বাচন হয়। এর মধ্যে দুটি আসনে বিজেপির ভোট সংখ্যা ছিল ৫০ হাজারেরও বেশি। কিন্তু উপনির্বাচনে তারা ৩০-৪০হাজার ভোটে হেরে যায় বিজেপি এবং তাঁরাও সেই সময় বলেছিলেন তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ যে, এই CAA NRC বাংলার মানুষ মেনে নিতে পারেনি বলে ৫০হাজার বেশি ভোটের ব্যবধান ঘুচিয়ে আরও ৩-৪০ হাজার ভোটে আমরা হারলাম, বললেন তৃণমূল কংগ্রেস রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার(Jay Prakash Majumdar)।
Continues below advertisement