Kunal On Tapas:'দাদা-ভাইয়ের যা যা কথা হওয়ার হয়েছে', তাপসের বাড়ি থেকে বেরিয়ে বললেন কুণাল।ABP Ananda LIVE
'তাপসদার সঙ্গে আমার দাদার মতো সম্পর্ক...আমি এখানে প্রায়শই আসি। আজও এসেছি। এই বাড়িতে আমার আসা-যাওয়া নতুন নয়...এই মুহূর্তে এর বেশি কিছু বলব না। দাদা-ভাইয়ের যা যা কথা হওয়ার হয়েছে', বরানগরের তৃণমূল বিধায়কের দল ছাড়ার জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কুণাল ঘোষের।