SSC Scam :'৩২৫জনের কাছ থেকে ১৯ কোটি নিয়েছিল হুগলির যুব তৃণমূল নেতা', চাকরি দেওয়ার নামে ১০০ কোটি তোলার অভিযোগ তাপস মণ্ডলের
Continues below advertisement
'৩২৫জনের কাছ থেকে ১৯ কোটি নিয়েছিল হুগলির যুব তৃণমূল নেতা'। চাকরি দেওয়ার নামে ১০০ কোটি তোলার অভিযোগ তাপস মণ্ডলের। হুগলির একটি কলেজের কর্ণধার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, দাবি তাপসের, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরে এমনই দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের। কুন্তল ঘোষের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে: সিবিআই সূত্র। এখনও পর্যন্ত হুগলির যুব তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি
Continues below advertisement